নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে চোট পাওয়ার পর সোমবার থেকে হুইলচেয়ারে নির্বাচনের প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি গড়বেতায় দলীয় সভা করেন। সেখানে মমতা বলেন, কয়েকদিন আগে চোট পেয়েছি। আপনারা ভোট দিলে সরকার গঠন করতে পারব। গড়বেতায় একসময় মাওবাদী উৎপাত ছিল। অনেক মানুষ খুন হয়েছেন। এখন এসব হয় না। কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী করেছি। আগামী দিনে আরো করবো। তপশিলি আদিবাসী বয়স্কদের মাসে হাজার টাকা করে পেনশন। আগামী দিন বিধবাদের লাইনে দাঁড়াতে হবে না। সব বিধবা পাবেন ভাতা। কৃষকদের বিষয়ে মমতা বলেন, কৃষকদের বিপদ। মোদী সরকার সব কেড়ে নেবে। আমরা কৃষকদের জমিতে হাত দিতে দেবো না। কৃষকদের জন্য প্রকল্প করেছি। নরেন্দ্র মোদী গ্যাসের কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে। সিপিএমের হার্মাদ গুলো বিজেপিতে গেছে। ওই পচা সিপিএমই এখন পচা বিজেপি। রাজ্যের ক্ষমতায় ফিরলে রেশন দোকানে রাজ্যবাসীকে যেতে হবে না। তাদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে বলে জানান মমতা। জোড়া ফুলে ভোট দেওয়ার কথা বলে মমতা বলেন, সকলের প্রতি বিশ্বাস আছে। নইলে এই রোদে এত মানুষ আসতেন না। মমতার কথায়, জঙ্গলের মানুষ জঙ্গলের অধিকার পাবে। আদিবাসীদের জমি কাড়ব না। বিজেপির মত একটা ধান্দাবাজ পার্টিকে সমর্থন করি না। এর পরেই বলেন, মা বোনেরা আমার খেলা হবে? বিজেপি যদি ভয় দেখায় ভয় পাবেন না। আমি মন্দির মসজিদ গির্জা থেকে শুরু করে সব জায়গায় বলি সকলে ভাল থাকুন। মা সর্বমঙ্গলাকে প্রণাম জানাই। সকলকে পরাস্ত করতে হবে। মানুষকে জয়ী করতে হবে। বলেন মমতা। এদিন গড়বেতায় দলীয় সভা থেকে বিজেপি কে আক্রমণ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.