আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ইস্তেহারে এবার একাধিক চমক রয়েছে। প্রতিবছর 5 লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রয়েছে। এবার থেকে প্রত্যেক বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। প্রতিবছর চার মাসে দুয়ারে সরকার করা হবে। শিক্ষার জন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে। তার জন্য কোনো জামিন লাগবে না বলে জানানো হয়েছে। রাজ্যের বেকারত্বের হার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। বিধবা ভাতা মাসে 1000 টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইস্তেহারে বাংলার বাড়ি প্রকল্পের 10 লক্ষ আবাসন তৈরি করা হবে। প্রত্যেকটি ব্লকে মডেল আবাসিক স্কুল তৈরি করা হবে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ইস্তেহারে ক্ষমতায় ফিরলে প্রতি পরিবারকে বছরে 6 হাজার টাকা করে দেওয়ার হবে বলে জানানো হয়েছে। সাধারণ পরিবার মাসে 500 টাকা তপশিলি পরিবারকে মাসে 1000 টাকা করে দেওয়া হবে। আরো জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় নিয়ে আসা হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন আগে ইস্তেহারে যা যা ঘোষণা করা হয়েছিল 110% পূরণ হয়েছে। সব মত নিয়ে বাংলায় এগিয়ে যেতে চাই।