নরেন্দ্র মোদী সরকার 16 ই জানুয়ারি থেকে সারাদেশে কোভিডের টিকাকরণ শুরু করেছে। বিনামূল্যে কেন্দ্র সেই টিকা সরবরাহ করছে। প্রথমে ফ্রন্টলাইন ওয়ার্কার চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হয়েছে। তারপর ষাটোর্ধ্ব নাগরিক এবং কোমর্বিডিটি থাকলে 45 বছরের বেশি বয়স্ক দের কোভিডের টিকা দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এদিন দলীয় জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি সবাইকে বিনামূল্যে কোভিডের টিকা দিতে চাই। কিন্তু নরেন্দ্র মোদী টিকা দিচ্ছেন না। এর পরেই সাউথ ব্লকের মুখপাত্র জানান, পশ্চিমবঙ্গ কে 17 ই মার্চ বুধবার সকাল আটটা পর্যন্ত কোভিশিল্ড ও কোভ‍্যাক্সিন মিলিয়ে 52.90 লক্ষ ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। 30, 89 লক্ষ ভ্যাকসিন রাজ্য ব্যবহার করতে পেরেছে। রাজ্য সরকারের কাছে এখনো 22.01 লক্ষ টিকা রয়েছে। যেটা ব্যবহার করা হয়নি। প্রধানমন্ত্রীর সচিবালয় পশ্চিমবঙ্গ ভ্যাকসিন চেয়ে পাচ্ছে না এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলায় কোভিড ব্যবস্থাপনা কেমন হয়েছে মানুষ দেখেছে। মৃতের সংখ্যা গোপন করা বাজার খুলে দেওয়া মিষ্টির দোকান খোলা সব মনে আছে। এইসব মিথ্যা অভিযোগ কেউ শুনবে না। কেন্দ্র কোনো রাজ্যকে সরাসরি ভ্যাকসিন কেনার অনুমতি দেয়নি। কারণ স্বাস্থ্যমন্ত্রকের অফিসারদের কথায়, যে রাজ্যের আর্থিক সঙ্গতি আছে তারা ভ্যাকসিন কিনে মজুদ করবে। এতে ভারসাম্য নষ্ট হবে। কেন্দ্র প্রয়োজনমাফিক বিনামূল্যে কোভিডের টিকা রাজ্যকে সরবরাহ করবে। এদিন দলীয় সভা থেকে মমতার অভিযোগ দিল্লিতে যাওয়ার পরেই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জবাব দেওয়া হয়েছে।