বিজেপি জিতে এখানে কোনো কাজ করেনি। আমাদের চেষ্টায় ঝাড়গ্রামে আর রক্ত ঝরে না। এখানে এত উন্নয়ন করেছি। ঝাড়গ্রাম এখন জঙ্গল সুন্দরী হয়ে গিয়েছে। আমায় চিকিৎসকরা বেরোতে বারণ করেছিলেন। কিন্তু আমি ঘরে বসে থাকলে বিজেপি মিথ্যা বলে সব দখল করে নেবে। এরা বাংলায় 1000 মন্ত্রী নেতা নিয়ে এসেছে বিজেপির পরিকল্পনা আছে গুন্ডা নিয়ে এসে আপনাকে ভোট না দিতে দিয়ে নিজেরা ভোট দেবে। সেটা হতে দেবেন না। আপনারাই প্রথম খেলবেন।এমন খেলবেন যাতে বলটা মাঠের বাইরে গিয়ে পড়ে। বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দলীয় সভায় বিজেপিকে আক্রমণ করেন মমতা। এর আগে পুরুলিয়ায় তিনি তার সরকার সকলকে এখন বিনামূল্যে রেশন দিচ্ছে। ক্ষমতায় এলে রেশন দোকানে গিয়ে চাল ডাল আনতে হবে না মানুষকে। তাদের দুয়ারে সবকিছু পৌঁছে দেবে সরকার বলেছিলেন। সেই বিষয়ে স্বতঃপ্রণোদিত ভাবে নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে। জেলা প্রশাসনের কাছে কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এদিনের সভায় তিনি আবার বলেন, বিনা পয়সায় রেশন দিই। দুয়ারে সরকার দরজায় খাবার পৌঁছে দিয়ে আসবে। রেশনে যাওয়ার দরকার নেই। বিজেপির উদ্দেশ্যে মমতা বলেন, দুঃশাসনের সবচেয়ে বড় ফ্যাক্টরি বিজেপি। আদিবাসীদের জমি কেড়ে নিতে চায়। বিজেপি আদিবাসীদের সম্মান দিতে জানে না। এদিনের সভায় থেকে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।