লোকসভায় সমস্ত সাংসদদের উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কর্মসূচির পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 24 তারিখ কাঁথিতে আসছেন। 25 তারিখ তেখালিতে লৌহ পুরুষ যোগী আদিত্যনাথ আসছেন। এবার আমাদের দলে বাংলার অনেক সাংস্কৃতিক কর্মীরা যোগদান করেছেন। তারমধ্যে বনি এসেছে। তাকে শুভেচ্ছা জানাই। এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন চন্ডিপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করেন। সেখানে তিনি আরো বলেন, তৃণমূলের দৈন্যদশার দিকে দেখছি। চন্ডিপুরের বিধায়ক তো তৃণমূল ছাড়েনি। কাজের মানুষ কাছের মানুষ প্রতীক পেল না কেন? কি এমন গন্ডগোল হলো? চুক্তিভিত্তিক চাকরি থেকে সিভিক ভলেন্টিয়ার্স সব জায়গায় কাটমানি। সেই কারণে তৃণমূল চন্ডিপুরের মানুষকে ধোকা দেওয়ার জন্য নতুন বোতলে পুরনো মদ। উতরনোর কোনো জায়গা নেই। কিভাবে নির্বাচন করতে হবে সেই সম্বন্ধে বিস্তারিত বলেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি তুষ্টিকরণ করছে। হঠাৎ করে এখন চণ্ডীপাঠের কথা মনে পড়ছে। সভায় চন্ডী মন্ত্র শোনানোর জন্য কার মোবাইল বের করেন। বলেন এদের তাড়ান। বিজেপি ক্ষমতায় এলে চিটফান্ডের সব টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি। আপনারা জোট বাঁধুন। তৈরি হন। নন্দীগ্রাম আন্দোলন করে পথ দেখিয়েছি। কেন্দ্র এবং রাজ্যের একই দলের সরকার হবে। ডবল ইঞ্জিন সরকার করা হবে বলেন শুভেন্দু। এরপর আয়ুষ্মান ভারত প্রকল্প বেকার যুবকদের কর্মসংস্থান শিল্পায়ন কাটমানি তোলাবাজি বন্ধ করে দেওয়া এটাই হলো ভারতীয় জনতা পার্টির লক্ষ্য বলে জানান তিনি।