নির্বাচন কমিশন কে চালাচ্ছে? অমিত শাহ চালাচ্ছেন না তো? প্রশ্ন রয়ে গেছে। প্রশ্ন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শালতোড়ায় দলীয় জনসভায় বক্তব্য রাখেন মমতা। সেখানে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর বিরুদ্ধে অভিযোগ করেছেন। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তার। মমতা বলেন, অমিত শাহ কলকাতায় বসে চক্রান্ত করছেন। কাকে গ্রেপ্তার করা হবে? কাকে কোথায় মারা হবে? কোথায় এজেন্সিকে কার পিছনে লাগানো হবে? কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র সচিবকেও নোটিশ পাঠানো হয়েছে। সরকারি কর্মচারীদের কেন হেনস্তা করা হবে? রাজনৈতিক কর্মীদের কেন হেনস্তা করা হবে? নন্দীগ্রামে যারা কৃষক আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কিভাবে? নিজেদের মিটিং-এ লোক হচ্ছে না তাই গায়ের জোরে বন্ধ করে দেবেন। আমি চাই অবাধ ও সুষ্ঠু ভোট হোক। বিজেপি ট্রেনে করে গুন্ডা এনে ভোট করাতে চাইছে। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর রাজ্যজুড়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটি গিয়ে কলকাতায় ফিরে আসেন। গভীর রাতে রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হয়। সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা যোগ দেন। ভোররাত পর্যন্ত এই আলোচনা হয়। এদিন শালতোড়ায় দলীয় জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, এই ভোটটা আমার ভোট। আমি থাকবো কিনা তার ভোট। এটা বিজেপির ভোট নয়। দিল্লির ভোট নয়। এদিনের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।