Rajib Ghosh:- বেশ কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন প্রবীর ঘোষাল। এবার তাকে উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী করা হয়েছে। তাকে প্রার্থী ঘোষণা করার পর বিভিন্ন জায়গায় ক্ষোভ-বিক্ষোভ দেখা যায়। বিজেপি নেত্রী কৃষ্ণ ভট্টাচার্য দলের সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন প্রয়োজনে দল ছেড়ে প্রবীর ঘোষালের বিরুদ্ধে লড়াই করবেন। তবে এই বিষয়ে প্রবীর ঘোষাল বলেন, ক্ষোভ-বিক্ষোভ যা আছে দল দেখবে। কোন্নগর রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সকলকে সুস্থ রাখার প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেন। প্রবীর ঘোষাল বলেন, ভগবান সকলকে সুস্থ রাখুন। তিনি আহত হয়েছেন। আমাদের সকলের সহানুভূতি আছে। এর মধ্যে কোনো রাজনীতি নেই। এক সময়ে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। তৃণমূলের একাংশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তিনি অভিযোগ করেছিলেন। এর আগেও তৃণমূল ছেড়ে বহু সাংসদ বিধায়ক নেতা-নেত্রীরা বিজেপিতে যোগদান করেন। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল খেলা হবে শ্লোগান দিচ্ছে। বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্নভাবে একই বক্তব্য জানাচ্ছে। এদিন প্রবীর ঘোষাল বলেন, মুখ্যমন্ত্রীর মুখে খেলা হবে কথাটা মানায় না। মুখ্যমন্ত্রী যেদিন বলেছেন তিনি গোলকিপার হয়েছেন সেদিনই খেলা শেষ হয়েছে। গোল অনেক খেয়েছেন। আর যাতে গোল না হয় তাই সারেন্ডার করে পোস্টের নিচে দাঁড়িয়েছেন। খেলা শেষ। বিজেপি প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী প্রচার পর্ব শুরু করেন।