Rajib Ghosh:- সকাল 11 টা থেকে জামদা সার্কাস ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর জনসভা করার কথা ছিল। তারপর সেখান থেকেই রানিবাঁধে যাবেন বলে ঠিক ছিল। কিন্তু হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের কারণে সেই পরিকল্পনা বদলে যায়। তারপরে ঠিক করা হয় খড়গপুর থেকে অমিত শাহ ভার্চুয়ালি বক্তৃতা দেবেন। তারপর ঝাড়গ্রামের সভায় ভার্চুয়ালি বক্তৃতায় বলেন, প্রচারের জন্য আমি ওখানে যেতাম। কিন্তু আমার হেলিকপ্টারে দুর্ভাগ্যজনকভাবে গোলযোগ হয়েছে। তাই আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। তবে প্রচার পর্ব শেষের আগে ঝাড়গ্রাম ঘুরে যাবেন বলে আশ্বাস দেন অমিত শাহ। তার সংক্ষিপ্ত বক্তৃতায় অমিত শাহ বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে আদিবাসী বিশ্ববিদ্যালয় স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পে আদিবাসীদের আত্মনির্ভর হতে এক হাজার কোটি টাকা বরাদ্দের কথা বলেন। আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকে 70 শতাংশের বেশি নম্বর পেলে উচ্চশিক্ষার জন্য 50% অর্থ দেওয়া হবে বলে জানান শাহ। তবে তৃণমূল কংগ্রেসের দাবি ঝাড়গ্রামের সভায় লোক হয়নি। তাই সেই সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ। এরপর রানিবাঁধের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দেন। সেখানে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে জঙ্গলে উৎপাদিত দ্রব্য ন্যূনতম মূল্যে সরকার কিনবে। এখন কোনো সরকারি মূল্য নির্ধারিত নেই। 39 হাজার হেক্টর জমিতে বিজেপি সরকার জল পৌঁছে দেওয়ার কাজ করবে। জঙ্গলমহলে ফোনের যোগাযোগ যাতে ভালো হয় মোদী সরকার সেই ব্যবস্থা করবে বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, দিদি আপনার পায়ে চোট পেলেন। আপনার কষ্ট হল। কিন্তু যে বিজেপি কর্মীরা প্রয়াত হয়েছেন তাদের কথা কি দিদি জানেন? তাদের মায়ের কষ্টের কথা জানেন? যারা মারা গিয়েছে তারা কারো দাদা ভাই ছেলে নন? মৃত্যুর সময় কষ্ট হয়নি দিদি? যে বিজেপি কর্মীরা মারা গিয়েছে তাদের পরিবার এবার ভোটের বাক্সে জবাব দেবেন। বাম শাসনের পরে তৃণমূল এসে পরিস্থিতি উল্টো হয়ে গেল। আরো খারাপ হলো বলে মন্তব্য তার। অনুপ্রবেশের সমস্যা প্রসঙ্গে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ অনুপ্রবেশের সমস্যায় ভুগছে। তৃণমূল অনুপ্রবেশ রুখতে পারছে না। তাই এই সরকারের কোনো দাম নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্গা পুজো করতে আদালতে যেতে হয়। তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এটাই প্রথম সভা।