বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা যায় বেহালা পূর্ব থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে অভিনেত্রী পায়েল সরকার কে। শোভন চট্টোপাধ্যায় দলের কাছে বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু বিজেপি গুরুত্ব দেয়নি। এরপরে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন। এদিন বিকেলে কলকাতা জোনের আহ্বায়কসহ বিজেপির সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে শোভন চট্টোপাধ্যায় চিঠি দিয়েছেন। ফেসবুকে একটি পোস্ট করেন বৈশাখী। তিনি সেখানে লিখেছেন ষড়যন্ত্রকারীরা সফল হবেনা। আমরাই জিতবো। বেহালা পূর্বের মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। বেহালা পূর্ব কেন্দ্রে তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী ও হয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনেই প্রার্থী হতে চেয়েছিলেন। এর আগে অনেক দাবি মেনে নেওয়া হলেও বৈশাখীকে প্রার্থী করেনি বিজেপি। তবে শোভনকে প্রার্থী করা হবে বলে জানা গিয়েছিল। বিজেপি সূত্রে খবর দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে শোভন এর নাম বাদ দেওয়া হয়। শোভন এবং বৈশাখী জুটিকে নিয়ে বিজেপির মধ্যে অস্বস্তি এর আগেও হয়েছে। রাজ্য স্তরের নেতারা এই জুটি সম্পর্কে কোনো মন্তব্য করতেন না। এদিন বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চান শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।