তৃণমূল কংগ্রেস নেতা এবং প্রার্থী মদন মিত্র কে তলব করল ই ডি। বিধানসভা নির্বাচনের আগে একের পর এক নেতাকে ইডি সিবিআই তলব করছে। জানা গিয়েছে 18 ই মার্চ কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র কে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। সারদাকাণ্ডে জেল থেকে জামিনে থাকাকালীন ইডি সিবিআই মদন মিত্র কে একাধিকবার তলব করেছে। তিনি প্রতিবার হাজিরা দিয়েছেন। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা সমীর চক্রবর্তী এদিন সারদাকাণ্ডে ইডি দপ্তরে হাজিরা দেন। কয়েকদিন আগে কুণাল ঘোষকে ও হাজিরা দিতে হয়। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কে সিবিআই আধিকারিকরা জেরা করেছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচনে মদন মিত্র প্রার্থী হওয়ার পর তাকে তলব করায় তৃণমূল বিষয়টিকে রাজনৈতিক স্বার্থে দেখছে। নির্বাচনের আগে ভয় ধরানোর জন্য এইসব করা হচ্ছে।