নির্বাচন কমিশন তৃণমূল প্রার্থীদের মনোনয়ন বাতিলের জন্য সব চেষ্টা করছে। পুরুলিয়ার জয়পুরের প্রার্থীকে হাইকোর্ট বলার পরেও থেমে থাকেনি। আবার ডিভিশন বেঞ্চে গেছে। আশা করি ডিভিশন বেঞ্চ বহাল রাখবে। এই মন্তব্য করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশন তৃণমূলের প্রার্থী পুরুলিয়ার জয়পুরের উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করেছিল। তার পরে উজ্জ্বল হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বলে মনোনয়নপত্রে তারিখ ভুল ছিল। এটা বড় ব্যাপার নয়। মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দেয় আদালত। শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কমিশন ডিভিশন বেঞ্চে গিয়েছে। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এই কথা বলেছেন। তৃণমূল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়েছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় কমিশনের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী কমিশন গঠনের মৌলিক নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়েছে। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নন্দীগ্রামে ছিল সেটা জানত। তার পরেও নির্বাচন কমিশন কি দায়িত্ব পালন করেছে? কমিশনের কাছে জানতে চেয়েছি আমাদের নেত্রীর উপর আক্রমণ হয়েছে। নিরাপত্তায় গলদ ছিল। তৃণমূল ভবনে এ দিন কমিশন প্রার্থীদের মনোনয়ন বাতিল করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।