নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের উপরে চাপ বাড়াতে শুরু করল তৃণমূল বিজেপি দুই রাজনৈতিক দল। এদিন নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল এবং বিজেপির প্রতিনিধিরা যান। সেখানে তৃণমূলের পক্ষ থেকে কমিশনের কাছে বলা হয় মুখ্যমন্ত্রীর ওপর হামলা হতে পারে এই সম্ভাবনা ছিল। বিজেপি নেতাদের পোস্টে সেই ইঙ্গিত মিলেছিল। তারপরেও মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা বিহীন অবস্থায় আক্রমণের মধ্যে পড়তে হলো। এর দায় কার? এই প্রসঙ্গে বিজেপি দাবি তুলেছে পুরো ভিডিও প্রকাশ করতে হবে। তাতেই স্পষ্ট হয়ে যাবে নন্দীগ্রামে ঠিক কী ঘটেছিল। বিজেপির দুই প্রতিনিধি সব্যসাচী দত্ত এবং শিশির বাজোরিয়া নির্বাচন কমিশনে যান। সব্যসাচী দত্ত বলেন, সেখানে বহু সংবাদ মাধ্যম ছিল। নির্বাচন কমিশনের ক্যামেরা ছিল। সবার ফুটেজ সংগ্রহ করে প্রকাশ করুক কমিশন। না হলে এই দায় কমিশনের ঘাড়েই পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। আমরা চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পার্থ চট্টোপাধ্যায় বলেন, এডিজি কে সরানো হলো। তারপর কমিশন ডিজিকে সরালো। তারপরের দিনেই মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ হলো। শিশির বাজোরিয়া বলেন, মুখ্যমন্ত্রীর চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনী থাকে। তার সঙ্গে এই ঘটনা কীভাবে ঘটে? এর আগে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন বলে জানান। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত মুখ্যমন্ত্রীর জন্য কেন্দ্রীয় নিরাপত্তার কথা বলেন। তবে এদিন বিজেপির প্রতিনিধিরা নন্দীগ্রামে যা ঘটেছে তার ভিডিও ফুটেজ প্রকাশ করতে হবে কমিশনের কাছে এই দাবি জানান।