তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়াকে আইকোর চিটফান্ড মামলায় তলব করল সিবিআই। কলকাতার সিজিও কমপ্লেক্সে আগামী সপ্তাহের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মানস ভূঁইয়াকে হাজির হতে বলা হয়েছে। আইকোর চিটফান্ড মামলায় একাধিক ব্যক্তিকে জেরা করে মানসের নাম সামনে আসে বলে জানা গিয়েছে। মানস ভুঁইয়া চিটফান্ডের অনুষ্ঠানে হাজির থেকে সংস্থার হয়ে বিজ্ঞাপন ও প্রচার করেছেন। সিবিআইয়ের হাতে এই ধরনের ভিডিও ফুটেজ রয়েছে। তার সঙ্গে এই চিটফান্ড সংস্থার কোনো আর্থিক লেনদেন ছিল কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে মানস ভূঁইয়াকে জেরা করে গোয়েন্দারা এই মামলায় নতুন মোড় খুঁজতে পারে। সেই ভিত্তিতে আরো কিছু প্রভাবশালী কে জেরা করতে পারে সিবিআই। তবে সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস ভুঁইয়া এই বিষয়ে কিছু জানান নি। অন্যদিকে সারদা মামলায় শিল্পী শুভাপ্রসন্ন কে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। তৃণমূলের অভিযোগ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই তলব। প্রচার আটকানোর জন্য প্রার্থীদের ডেকে হেনস্তা করছে সিবিআই।