আগুন লাগলে লিফট ব্যবহার করা যায় না সেটা আমরা সবাই জানি। তারপরেও সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কার অনুমতিতে তিনজন দমকলকর্মী ও একজন পুলিশ কর্মী লিফটে উঠলেন সেটার তদন্ত হওয়া প্রয়োজন। এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রশ্ন করেন বিজেপি নেতা এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। সোমবার সন্ধ্যায় পূর্ব রেলের সদর দপ্তর কয়লাঘাটা ভবনে আগুন লাগে। রাত এগারোটা নাগাদ আগুন নেভার পরে জানা যায় সেখানে চারজন দমকল কর্মী এবং একজন পুলিশ কর্মীর লিফটে মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রেলের কাউকে দেখা যায়নি। এমনকি দমকল ভবনের নকশা ও পাওয়া যায়নি। এদিন দুপুরে ঘটনাস্থলে যান বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। সেখানে স্বপন দাশগুপ্ত বলেন, 9 জনের প্রাণ চলে গেল। গাফিলতি নিশ্চয়ই ছিল। ভবনটির ফায়ার অডিট হয়েছিল কিনা খতিয়ে দেখতে হবে। দমকলের কাছে আগুন নেভানোর জন্য পরিকাঠামো ছিল কিনা সেটাও প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে যাওয়া নিয়ে স্বপন দাশগুপ্তের বক্তব্য, মুখ্যমন্ত্রী এটাকে ভোটের রাজনীতি করার জায়গা করে নিয়েছেন।