আমি বাইরের লোক হয়ে গেলাম। যারা রাজস্থান গুজরাট থেকে আসছেন তারা বাংলার লোক হয়ে গেলেন। তাহলে বাংলায় মুখ্যমন্ত্রী হওয়া উচিত ছিল না আমার। যারা হিন্দু মুসলমান করছেন তাদের বলি আমিও হিন্দু ঘরের মেয়ে। হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা। বিবেকানন্দ হিন্দুধর্ম শিখিয়েছেন। এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে দলীয় সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ না চাইলে তিনি মনোনয়নপত্র জমা দেবেন না বলেও জানান মমতা। বুধবার হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে জমা মনোনয়ন জমা দেবেন মমতা। 11 মার্চ শিব চতুর্দশীর পুজো দিয়েই কলকাতা ফিরবেন বলে জানিয়েছেন। সভায় মমতা বলেন, ভবানীপুর গিয়ে দেখে আসবেন। নন্দীগ্রাম মডেল নন্দীগ্রাম করে তুলবো। নন্দীগ্রামে কেউ বেকার থাকবে না। শিক্ষায় কেউ পিছিয়ে থাকবে না। শহীদদের স্মরণ করে এবারের ইশতেহারে বিশ্ববিদ্যালয় রাখছি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দলের সম্পদ। আপনারা যদি মনে করেন আমার দাঁড়ানো উচিত নয় বলে দিন। কাল মনোনয়ন আছে। জমা দেবো না। আর যদি ঘরের মেয়ে মনে করেন তাহলে মনোনয়ন জমা দিয়ে যাব। এরপরে নন্দীগ্রামে স্কুটারে করে চলে এসেছিলেন। সিপিএম বুঝে উঠতে পারেনি। কটু মন্তব্য করা হচ্ছিল। কিভাবে মারধর করা হয় লাঠিচার্জ করা হয় আপনারা দেখেছেন। বাংলা জুড়ে তারপর নন্দীগ্রাম আন্দোলন শুরু করা হয় বলে জানান মমতা। তার কথায়, নন্দীগ্রামের মানুষরাই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করেছেন। সিপিএমের অনেককেই বিজেপি নিয়ে এসেছে। হিন্দু মুসলিম ভাই-বোনেরা জেনে রাখুন অত্যাচারী লক্ষ্মণ শেঠের সঙ্গে যারা কাজ করেছিল তাদের নিয়ে অত্যাচারের পরিকল্পনা করছে। মমতা আরো বলেন, আমাদের সকলকে জিততে হবে। বুথে বুথে সবাই তৈরি হয়ে যান। সমস্ত মন্দির মসজিদ স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাবগুলোর সমর্থন চাইছি।