রাজ্যে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন পর্বে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন সোনালী গুহ। বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি। 2016 সালে সাতগাছিয়া থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন তিনি। তবে বিভিন্ন কারণে দল এবং নেত্রীর সঙ্গে তার দূরত্ব বাড়ছিল বলে জানা গিয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে সোনালী গুহ তৃণমূলের টিকিট পাননি। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী সোনালী গুহ। তৃণমূল ভাঙার জন্য মমতা একাই যথেষ্ট। রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে একাধিক তৃণমূল বিধায়ক গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরা দল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এদিন বিজেপির কার্যালয় দলে যোগদান করলেন সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক এবং রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ, হাওড়া সাঁকরাইল এর বিধায়ক শীতল সরদার, বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, হাওড়া শিবপুর এর বিধায়ক জটু লাহিড়ী, তৃণমূল প্রার্থী সরলা মুর্মু, সিঙ্গুরের চারবারের বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর মৃগাঙ্ক, মালদহ জেলা পরিষদের 14 জন সদস্য সহ অন্যান্যরা। এদিনের এই যোগদান পর্বে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক শম্পা দরিপা বিজেপিতে যোগদান করতে পারেন। তাকেও এবার তৃণমূল টিকিট দেয়নি।