সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সেই আন্দোলনে আরেক মুখ বেচারাম মান্নার সঙ্গে তার বিরোধ দেখা যায়। সিঙ্গুরের বিধায়ক এবং মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিজেপিতে যোগদান করলেন। তাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে বলে জানা গিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দলীয় প্রার্থী করেননি। এর আগে জানা গিয়েছিল তৃণমূল টিকিট না দিলে তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াবেন। তবে এদিন তিনি বিজেপিতে যোগ দিলেন। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পিছনে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার নির্বাচনে এই দুই জায়গাতেই চ্যালেঞ্জের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। হুগলিতে লোকসভা নির্বাচনে তৃণমূল হেরে যাওয়ার পরে বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এর আগে জানান বেচারাম মান্না কংগ্রেসে যোগ দিতে চেয়েছিলেন’। তার সঙ্গে বেচারাম মান্না যোগাযোগ করেন বলে দাবি অধীরের। যদিও বেচারাম মান্না পরে অস্বীকার করেন। তবে বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিজেপিতে যোগদান করায় দলীয় ক্ষেত্রে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারে। নির্বাচনের আগে তৃণমূলের পক্ষে এটা সমস্যাজনক বলেই মনে করা হচ্ছে।