বিনা পয়সায় চাল দেওয়া হচ্ছে আর 900 টাকায় গ্যাস কিনতে হচ্ছে। কেন্দ্র বিনামূল্যে গ্যাস দেওয়ার ব্যবস্থা করুক। বাংলা দখল করতে এসেছে বিজেপি। আগে দিল্লি সামলাক। যতই করুক হামলা জবাব দেবে বাংলা। এই কথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আন্তর্জাতিক নারী দিবসকে নারী মুক্তি দিবস হিসেবে পালনের ঘোষণা করেন। নারী দিবসে মহিলা ব্রিগেডকে সামনে রেখে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তৃণমূল। সেই মিছিলে উপস্থিত ছিলেন সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহান মিমি চক্রবর্তী দোলা সেন মানালি দে চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূলের মহিলা ব্রিগেড। এই পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় জয়বাংলা প্ল্যাকার্ড ছিল। বাংলা নিজের মেয়েকেই চায় এই শ্লোগানকে সামনে রেখে এই পদযাত্রা করে। এই পদযাত্রায় বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে বিভিন্ন সামগ্রী কে তুলে ধরা হয়েছে। নারী দিবসের মঞ্চ থেকে গ্যাস ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জানানো হয়। সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নারীদের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের কর্তব্য মেয়েদের সম্মান রক্ষা করা। মেয়েরা আমাদের গর্ব। বাংলার মেয়েরা সুরক্ষিত না হলে ভোর চারটে থেকে রাত বারোটা পর্যন্ত ঘুরতে পারত না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে মিথ্যে কথা বলছেন। বাংলায় নারীরা অন্য রাজ্যের থেকে সুরক্ষিত। কেন্দ্র বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মমতা। দলীয় সভা থেকে কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।