গ্যাসের রাজনীতি আমরা করি না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্র্যাকটিস করছেন। কারণ 2 মের পরে রাস্তায় হাঁটতে হবে। তাই সেই প্র্যাকটিস করছেন তিনি। এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জনসভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে পদযাত্রা করেন তিনি। সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের কি উন্নয়ন হয়েছে, কি কার্যকলাপ হয়েছে তার উপরে দাঁড়িয়ে নির্বাচন হবে। কেন্দ্রের কাজের ওপর দাঁড়িয়ে নির্বাচন হয়ে গিয়েছে। রাজ্য থেকে 18 টি আসনে বিজেপি জয়লাভ করেছে। মানুষের দৃষ্টি ঘুরিয়ে আর রাজনীতি করা যাবে না। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছরের যে কাজ হয়েছে তার নিরিখে মানুষ ভোট দেবে। 2019 সালে মোদী কি করেছেন তার উপরে নির্বাচন হয়েছে। তিনি ফার্স্ট ডিভিসনে পাস করেছেন। ব্রিগেডে বি জে পির সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের তৃণমূল সরকার কে আক্রমণ করে বক্তব্য রাখেন। সোনার বাংলা তৈরীর কথা বলেন। রাজ্যে আসল পরিবর্তনের কথা জানান মোদী। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ এক সংবাদমাধ্যমে এদিন বলেন, অনেক আগে ব্রিগেডের সভা হয়েছিল বিজেপির। তারপরে 2014 সালে প্রায় দুই-তৃতীয়াংশ ভিড় হয়েছিল। এবারের ব্রিগেডে প্রমাণ হলো বিজেপি জেতার জন্য তৈরি। যারা বলেন বিজেপির সংগঠন কোথায় তাদের জবাব দেওয়া দরকার ছিল। সেই জবাব দেওয়া হয়েছে। ব্রিগেড প্রসঙ্গে এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।