বিদ্যাসাগরের মূর্তি ভেঙে স্বামী বিবেকানন্দকে ঠাকুর পদবী দিয়ে বাংলার ঐতিহ্যকে বোঝা যায় না। আমাদের সরকার হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলে। আগেরবার নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 15 লক্ষ টাকা দেওয়া হবে। এবারেও বলবেন। কিন্তু আপনারা ভোটটা উল্টে দেবেন। তৃণমূলকে দেবেন। এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিলিগুড়িতে মিছিল এবং সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে গ্যাসের দাম বৃদ্ধি সমস্ত কিছুর বিরুদ্ধেই প্রতিবাদ করেন তিনি। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর বিধানসভা ভোটের প্রচার শুরু করেছেন তিনি। এদিন সভা থেকে মমতা বলেন, মোদী ভাষণ দেবেন শুনলেই সবাই ভয়ে থাকে। এই বারের নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই। অস্তিত্ব রক্ষা না করতে পারলে বাংলা ভাগ করবেন মোদী। মানুষের রান্নাঘরে আগুন জ্বলছে। ভোট চাইতে আসিনি। মানুষের সমস্যা নিয়ে বলতে এসেছি। শুধু মিথ্যে কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর আক্রমণ করে মমতা আরো বলেন, আপনারা বড় তোলাবাজ। রেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বিক্রি করে কত তোলাবাজি হয়। উজ্জ্বলা যোজনায় দুর্নীতি হয়েছে। সারা ভারত মোদী শাহের একটি সিন্ডিকেটের কথা জানে। শিলিগুড়ির সভা মঞ্চ থেকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনাসামনি তর্কে বসার চ্যালেঞ্জ দেন মমতা। বলেন, ভোটের আগে খেলা হবে। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি এতো আসন পেয়েছিল। তারপর কেন্দ্রীয় সরকার কি করেছে? প্রশ্ন মমতার। বাংলায় মহিলারা রাত 10 টায় বেরোতে পারেন। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহারে মেয়েরা বেরোতে পারেন না। বাংলায় মহিলাদের নিরাপত্তা আছে। বাংলায় প্রচার করার আগে রান্নার গ্যাসের দাম কেন বেড়েছে, তেলের দাম কেন বাড়ছে প্রধানমন্ত্রী জবাব দিন। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন তিনি।