ভাগ্যিস স্কুটি থেকে পড়েননি। না হলে যে রাজ্যে স্কুটি তৈরি হয়েছে সেই রাজ্যকেই শত্রু বানিয়ে নিতেন। আপনি ঠিক আছেন। আপনার স্কুটি ভবানীপুরে যাওয়ার পরিবর্তে নন্দীগ্রামে পৌঁছে গিয়েছেন। আমি সবার ভালো চাই। স্কুটি নন্দীগ্রামে পড়তে চাইলে আর আমি কি করতে পারি। ব্রিগেডের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটি করে নবান্নে যান। সেখান থেকে ফেরার সময় নিজেই স্কুটি চালিয়ে ফেরেন। সেই প্রসঙ্গে এদিন এই কথা বলেন। সভামঞ্চে মোদী আরো বলেন, আপনি নিজেই একই ভাইপোর পিসিতে আটকে রাখলেন কেন। একজন ভাইপোর পিসি হওয়ার বিষয়টি বেছে নিলেন। বাংলার লাখ লাখ ভাইপোর কি হলো। এরপরে মঞ্চ থেকে দুর্নীতি তোলাবাজি কাটমানি সিন্ডিকেট বেকারত্ব হিংসা নিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিলেন। মোদী বললেন, এটা বাঙ্গালীদের আওয়াজ। এটা বাংলার আওয়াজ। দিদি শুনে নিয়েছেন। আজ পশ্চিমবঙ্গের যুব প্রজন্ম এই প্রশ্ন করছে। তারা আপনাকে দিদির ভূমিকায় নির্বাচিত করেছিলেন। রাজ্যে ক্ষমতায় এলে কলকাতার ঝুপড়িবাসীরা পাকা বাড়ি পাবেন বলে জানান মোদী। তার কথায়, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। কলকাতা বিমানবন্দরের কাজ কমিশনের জন্য আটকে আছে। স্মার্ট সিটির আটকে থাকা কাজ এগিয়ে যাবে। বিজেপি সরকার এলে কলকাতায় ঝুপড়িতে থাকা মানুষরা পাকা বাড়ি পাবেন। পরিবর্তনের জন্য বাংলার মানুষ মমতা দিদির উপর ভরসা করেছিলেন। কিন্তু তার ক্যাডাররা মানুষের ভরসা ভেঙেছেন। বাংলা চায় উন্নতি বাংলা চায় শান্তি বাংলা চায় সোনার বাংলা। রাজনৈতিক জীবনে বহু সমাবেশে ভাষণ দিয়েছেন। তবে এত বড় জনসমুদ্রের দৃশ্য আগে দেখার সৌভাগ্য হয়নি বলে এদিন ব্রিগেডের সভা মঞ্চে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী