রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন। তার পর থেকেই রাজনীতিতে জল্পনা শুরু হয়েছিল। কয়েক মাস আগে নাগপুরে আরএসএসের সদরে গিয়েছিলেন মিঠুন। রাজ্যে তৃণমূল বিজেপি তে অভিনেতা-অভিনেত্রী শিল্পী-কলাকুশলীদের যোগদানের পালা চলছে। তাদের মধ্যে থেকে অনেকেই নির্বাচনে প্রার্থী হচ্ছেন। অনেকে বলছেন দুই দলের মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত বেশি তারকাকে দলে শামিল করতে পারেন। তৃণমূলের প্রার্থী তালিকাতেও এক ঝাঁক তারকাদের দেখা গিয়েছে। এর মধ্যেই জানা গিয়েছে মিঠুন চক্রবর্তী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে থাকছেন। এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, মিঠুন যা বলেছেন তাতে রবিবার তিনি ব্রিগেডে থাকছেন। এটা ঠিক মিঠুন চক্রবর্তী বাংলার মানুষের কাছে একটি নাম। শেষ মুহূর্তে যদি কোনো বদল না হয় তাহলে মিঠুন চক্রবর্তীকে ব্রিগেডের বিজেপির সমাবেশে দেখা যেতে পারে। মিঠুন চক্রবর্তীকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করেছিলেন। কিন্তু চিট ফান্ড কেলেঙ্কারিতে মিঠুনের নাম জড়ানোয় রাজ্যসভা থেকে ইস্তফা দেন তিনি। তারপর রাজনীতি থেকে দূরে ছিলেন। এবার তার বিজেপি যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে মিঠুনের উপস্থিতি বিজেপির ব্রিগেডের সভায় যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে।