রাজ্য সরকার সেই সময়ে তদন্ত কমিশন বসিয়েছিল। সেই রিপোর্ট কেন এলোনা? বললেন বিজেপির সহ-সভাপতি এবং সাংসদ অর্জুন সিং। লোকসভা নির্বাচনের সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলের পক্ষ থেকে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ দাবি করা হয়েছে বলে জানান সৌগত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে দেওয়া চিঠিতে সুদীপ জৈনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করা হয়েছে। লোকসভা নির্বাচনের সময় অমিত শাহের রোড শো ঘিরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়। এই বিষয় নিয়ে ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন সুদীপ জৈন বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা নিয়ে পক্ষপাতমূলক রিপোর্ট দেন। তার প্রতি দলের কোনো আস্থা নেই। এদিন সেই বিষয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, তৃণমূল কমিশনকে ধমক চমক দেওয়ার চেষ্টা করছে। চাপ তৈরি করে সুদীপ জৈনের অপসারণের দাবি জানানো হচ্ছে। নাটক করার চেষ্টা। ইসির গাইডলাইন এর বাইরে কেউ যায় না। ব্রিগেডের বিজেপির সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে তৃণমূল নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়ালো। বিজেপির বক্তব্য কমিশনের উপর চাপ বাড়ানোর চেষ্টা হলেও লাভ হবে না। বিজেপির অভিযোগ তৃণমূল রাজনৈতিক লড়াইয়ে না পেরে কমিশনকে আক্রমণের রাস্তা নিয়েছে।