সমস্ত ক্ষেত্রে আইন বহির্ভূতভাবে নিয়োগ শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের 124 টি পুরসভা এবং 7 টি কর্পোরেশনে অবৈধভাবে প্রশাসক নিয়োগ করেছে সরকার। নির্বাচন কমিশনে এসে সেই অভিযোগ জানানো হয়েছে। এই কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। বিজেপির পক্ষ থেকে এদিন নির্বাচন কমিশনের কাছে রাজ্য সরকারের অবৈধ নিয়োগ সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানো হয়। মুকুল আরো বলেন, এতদিন রাজনীতি করছি। এইভাবে কর্পোরেশন এবং পৌরসভায় পছন্দের ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানো সম্পূর্ণ বেআইনি। প্রত্যক্ষভাবে 2 কোটি মানুষকে প্রভাবিত করছে। এই নিযুক্তিটা সম্পূর্ণভাবে আইন মোতাবেক অবৈধ। তাই এই নিযুক্তি বাতিল করে নতুন ভাবে আবার নিয়োগ করা হোক। নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই দাবি জানিয়ে এলেন বিজেপির প্রতিনিধিদল।