লোকসভা নির্বাচনের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর সহ কলকাতার 51 টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। বিধানসভা নির্বাচনের পরেই পুর নির্বাচন হওয়ার সম্ভাবনা। এদিন তৃণমূল ভবনে কলকাতা পৌরসভার কাউন্সিলর এবং পুর এলাকার মধ্যে থাকা বিধানসভার বিধায়কদের বৈঠকে ডাকা হয়। সেখানে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বিধানসভা নির্বাচনে পিছিয়ে পড়া ওয়ার্ডগুলোতে লিড পাওয়ার লক্ষ্যে ইনাম এর ঘোষণা করেছেন। এই ওয়ার্ড গুলিতে লিড দিতে পারলে এক কোটি টাকার ইনাম দেওয়া হবে। ওই টাকা এলাকার উন্নয়নের কাজে সংশ্লিষ্ট কাউন্সিলরকে দেওয়া হবে। এই দিনের বৈঠকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোর সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানেই এই এক কোটি টাকার ইনাম ঘোষণা করেন ফিরহাদ হাকিম। বিধানসভা ভোটের ফল গণনা 2 মে। তার 75 দিনের মধ্যেই পুরভোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তৃণমূল নেতৃত্ব। তাই বৈঠকে কাউন্সিলরদের বলা হয়েছে যিনি দলকে বেশি লিড দেবেন দল তার কথা ভাববে। যে ওয়ার্ড থেকে সবথেকে বেশি লিড দেবে তাকে কলকাতা পুরসভার তরফ থেকে উন্নয়ন খাতে বাড়তি এক কোটি টাকা দেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়েছে। এই বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল রাজনৈতিক দল নয়। কোন পর্যায়ে দেউলিয়াপনা পৌঁছলে একটা দল এইভাবে কন্ট্রাক্ট দেয়। ভোটে জেতার জন্য কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে। খুন করার জন্য যেমন সুপারি দেওয়া হয়। এটাও তেমন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, কার টাকা দেবেন? কমিশনের উচিত ব্যবস্থা নেওয়া।