Rajib Ghosh– ওর বাবার জায়গা নাকি যে এখানে গো হত্যা বন্ধ করবে। দলীয় সভা থেকে নিজস্ব ভঙ্গিতে বললেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন মালদহের গাজলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলার আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকার কে আক্রমণ করেন। সেখানেই যোগী জানান বিজেপি ক্ষমতায় এলে গো হত্যা বন্ধ করা হবে। বাংলায় আইনের শাসন নেই। কেন্দ্রের দেওয়া প্রকল্প এখানে চালু হতে দিচ্ছে না। রামনাম ছাড়া কিছু হয়না। যারা রামনাম বলবে না বাংলায় তাদের জায়গা হবে না। উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। তার সেই বক্তব্য প্রসঙ্গে এই কথা বলেন অনুব্রত মণ্ডল। এদিন হাসনে দলীয় সভাতে অনুব্রত যোগীর বক্তব্যের বিরোধিতা করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ও কে হরিদাস পাল এই রাজ্যে গো হত্যা বন্ধ করবে। উত্তরপ্রদেশে প্রতিদিন নারীদের ধর্ষন হচ্ছে। প্রায় 6700 মুসলিম ছেলেকে এনকাউন্টার করেছে। এই রাজ্যে ওরা এলে একই হবে। এদিন বাম কংগ্রেসের জোট এর সঙ্গে আব্বাস সিদ্দিকীর জোট প্রসঙ্গে অনুব্রত বলেন, বাংলার মুসলিমরা বোকা নয় যে ওকে ভোট দেবে। ওকে ভোট দিলে ভোট নষ্ট হবে। সিপিএম আর বিজেপি একই।