Rajib Ghosh– তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল আসানসোলের প্রাক্তন মেয়র এবং বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির। ডিসেম্বরে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন সেই সময়ে জিতেন্দ্রর যোগদানের কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা বাবুল সুপ্রিয় তার যোগদানের বিরোধিতা করেন। বাবুল সুপ্রিয়র মন্তব্যকে সমর্থন করেন বিজেপি নেতা সায়ন্তন বসু এবং মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল। সেই সময় জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান করা হয়নি। তারপরে জিতেন্দ্র ফের তৃণমূলে ফিরে যান। কলকাতায় তৃণমূল নেতার সঙ্গে বৈঠক করেন বলে জানা যায়। জেলায় ফিরলেও তাকে তৃণমূল থেকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হয়নি। যখন তিনি তৃণমূল ছাড়েন তখন আসানসোলের পুর প্রশাসক এবং জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। ফের তৃণমূলের ফিরে গেলেও দল তাকে সেভাবে গুরুত্ব দেয়নি বলেই জানা যায়। জিতেন্দ্রর বিজেপিতে যোগদানের বিরোধিতা করায় সায়ন্তন বসু এবং অগ্নিমিত্রা পাল কে দলের শীর্ষ নেতৃত্ব শোকজ করে। তৃণমূলে গুরুত্ব না পাওয়ায় ফের এদিন বিজেপিতে যোগদান করলেন জিতেন্দ্র তিওয়ারি। বৈদ্যবাটি তে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে দলে যোগদান করেন জিতেন্দ্র তিওয়ারি। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরো অন্যান্যরা। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, সব বৈরিতা ভুলে মোদিজীর আদর্শে কাজ করতে চাইলে তাকে স্বাগত। উনি বিজেপিতে এলে স্বাগত জানাই। বিধানসভা নির্বাচনের আগে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করলেন বলেই জানা গিয়েছে।