Rajib Ghosh– বাংলা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভূমি। বাংলার ক্ষতি হলে দেশের ক্ষতি। বাংলা পরিবর্তনের ভূমি বাংলা রবীন্দ্রনাথের ভূমি। বাংলায় ডবল ইঞ্জিন সরকার গঠন হবে। এই কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। এদিন তিনি মালদার গাজোলে দলীয় সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার কে আক্রমণ করেন। রাজ্যে আইনের শাসন নেই বলে মন্তব্য করেন যোগী আদিত‍্যনাথ। সভা থেকে যোগী আরো বলেন, উত্তরপ্রদেশের পরিবর্তন হয়েছে। সেখানে গো হত্যা বন্ধ হয়েছে। বাংলায় অরাজকতা চলছে। কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু করতে দেওয়া হয়নি। মানুষকে বঞ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের রেশন লুট করেছে তৃণমূলের নেতারা। তৃণমূলের গুন্ডা রাজ বন্ধ করা হবে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্ব জোরদার কর্মসূচি করার জন্য নিয়মিত আসছেন। রাজ্যের ক্ষমতা দখল করাই বিজেপির একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য যাতে সফল হয় রাজ্য নেতৃত্ব কে কেন্দ্রীয় নেতৃত্ব ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মালদহের সভা থেকে বলেন, রামনাম ছাড়া কিছু হয়না। যারা রামনাম বলবে না তাদের বাংলায় জায়গা হবে না। বাংলায় দূর্গাপূজো করতে দেওয়া হয় না। বাংলা পরিবর্তনের ভূমি। বিধানসভা নির্বাচনে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠন হবে বলে মন্তব্য করেন যোগী আদিত্যনাথ।