Rajib Ghosh– কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চিটফান্ড মামলায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে তলব করেছে। কুনাল ঘোষ সারদা মামলায় দীর্ঘ দিন জেলে ছিলেন। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। এর আগে আদালতে তাকে জেলে বন্দী অবস্থায় তোলার দিন প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মন্তব্য করতেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। সেই সময় পুলিশকে সেই প্রিজন ভ্যানের টিন বাজাতে দেখা যেত। এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ইডি 2013 সাল থেকে তলব করছে। প্রতিবারই সহযোগিতা করেছি। কালকেও সহযোগিতা করব। সিবিআই এর মধ্যেই কয়লা কাণ্ডে যথেষ্ট সক্রিয় হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা, শ্যালিকাকে সিবিআই জেরা করেছে। কুনাল ঘোষ দাবি করেন, তাকে যেমন তলব করছে তেমনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত সারদা-কর্তা সুদীপ্ত সেনের লেখা চিঠি নিয়ে তদন্ত করা। চিঠিতে কোন কোন নেতারা টাকা নিয়েছে সুদীপ্ত সেন নাম লিখেছেন। যদি ভেবে থাকে ইডিকে দিয়ে ডেকে পাঠালে ঘরে বসে যাব তাহলে ওরা ভুল করছে। সারদা কাণ্ডে তদন্তের সূত্রে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে।