Rajib Ghosh– মমতা যদি বাংলার গর্ব হন যে ধরনের ভাষা ব্যবহার করছেন আপনারা ভাবতেও পারবেন না। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কে খারাপ ভাষা বলছেন এটাই কি বাংলার সংস্কৃতি? সভা থেকে এই কথা বললেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। হুগলির ডানকুনিতে এদিন রাজনৈতিক সভায় যোগ দেন তিনি। সেখানে বাংলার গর্ব মমতা তৃণমূলের যে কর্মসূচি সেই প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। সভায় রাজীব আরো বলেন, বাংলার মানুষকে যদি কেউ লজ্জিত করে থাকেন তিনি আপনি। কারণ আপনি যে ভাষা প্রয়োগ করছেন বাংলার মানুষ তা মেনে নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন তিনি। তাঁর কথায়, বাংলার গর্ব যদি কেউ খর্ব করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন ঘরের গৃহবধূকে কয়লা চোর বলছে। সিবিআই নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে। কেউতো কয়লা চোর বলেনি। আপনি বলছেন। আপনি বলছেন 22- 23 বছরের বাচ্চা মেয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক-দেড় বছর আগে এক প্রেস কনফারেন্সে বলেছেন তার স্ত্রীর বয়স 34 বছর। কে সত্যি বলছেন কে মিথ্যা বলছেন বাংলার মানুষ আজকে জানতে চাইছে। বাঙালি বহিরাগত দিয়ে বিভাজন করছেন। আমরা সকলে ভারতবাসী। এর পরেই রাজীব বলেন, এখানকার যিনি সাংসদ দায়িত্ব নিয়ে বললাম, জেনে রেখে দিন, যদি মনে হয় প্রশ্ন করবেন, আপনি এখান থেকে টিকিট পেতেন না। যদি রাজীব বন্দ্যোপাধ্যায় না থাকতো। তার পরেও আপনি এত বড় বড় কথা বলছেন। 2019 এর লোকসভা নির্বাচনের আগে দল থেকে চারটে নাম নিয়ে সার্ভে হয়েছিল। সেই সার্ভেতে সবথেকে শেষ নাম ছিল আপনার। তখন আপনার নেতা-নেত্রীরা আমাকে ডেকে জিজ্ঞেস করেছিল শ্রীরামপুরে লোকসভা নির্বাচনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিততে পারবেনা। একমাত্র জেতাতে পারবে তুমি। তোমার বক্তব্য বল। আজকে বলছেন আয় রাজীব খেলবি আয়। আমি চ্যালেঞ্জ করছি। ডোমজুড়তেই খেলব। তোমার কত সাহস তুমি দেখিয়ে দাও। ডোমজুড়ের মানুষ আমার মুখের দিকে তাকিয়ে তোমাকে 55 হাজার এর লিড দিয়েছিল। তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে জেতাবে। মানুষ নির্বাচনে প্রমাণ করে দেবে। আপনাকে তৃণমূল কংগ্রেস করতেই হবে। কারণ আপনি সরকারের উকিল হয়ে আর বিরোধী পক্ষকে ম্যানেজ করে প্রচুর টাকা রোজগার করেন।শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল‍্যান বন্দ‍্যোপাধ‍্যায়ের উদ্দেশ্যে বলেন রাজীব। যদি খেলা হয় আগামীদিনে গেরুয়া আবীর খেলা হবে। অন্য কিছু নয় জানালেন রাজীব। রাজনীতিতে সমালোচনা মারামারি হয় খারাপ লাগে। রাজনীতি তো খেলার জিনিস নয়। রাজনীতিতে মানুষের সেবা করতে হয়। আর আজকে আপনারা সেই রাজনীতিকে কলুষিত করছেন।সবথেকে বেশি হিন্দু মুসলমান কেউ করে থাকে, বিভাজন কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সিভিক ভলেন্টিয়ার পঞ্চায়েতে পৌরসভায় যারা কাজ করে কেউই খুশি নয়। একজন বেকার যুবক যুবতীকে ঠিকভাবে স্থায়ী চাকরি দিতে পারেননি। শুধু কয়েকটা চুক্তিভিত্তিক চাকরি দিয়েছেন। তাও কিভাবে দিয়েছেন সেটাও আমরা বলেছি। রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং আরো উন্নয়ন হবে। হুগলির ডানকুনিতে দলীয় সভা থেকে এই মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।