Rajib Ghosh– অনেক পদযাত্রা করেছি। দলের কর্মসূচিতে যোগ দিয়েছি। একাধিক জনসভা করেছি। কিন্তু আজকের পদযাত্রা আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ। এই কথা বললেন যুব তৃনমূলের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ঘাটালের নিমতলা মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক। এ দিনের মিছিলে যথেষ্ট সংখ্যক মানুষের ভিড় হয়েছিল। দুই মেদিনীপুরে দুই ভাগে ভাগ করে দুই দফায় ভোট হবে। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, কিভাবে মেদিনীপুরে ভোট করাচ্ছে। পূর্ব মেদিনীপুর কে দুই ভাগ করেছে এবং পশ্চিম মেদিনীপুর কে দুই ভাগ করেছে। এর কারণ কি? পূর্ব মেদিনীপুরের 16 টি আসন এবং পশ্চিম মেদিনীপুরে 15 টি আসন আছে। মোট আসন 31 টি। 31 দফায় ভোট হলেও জামানত বাজেয়াপ্ত হবে। আপনারা ভাবছেন কেন্দ্রীয় বাহিনী আর বহিরাগতদের দিয়ে ভোট করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বাংলার মানুষরা ভোট করবেন। এদিনের সভা থেকে 31 দফায় ভোট হলেও বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।