Rajib Ghosh– বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে এক দফায় ভোট হবে। ভোটের দফা নিয়ে সুবিধা হয় না। অসুবিধা কম হবে। নির্বাচন কমিশনকে বলেছিলাম বেশি দফায় ভোট করুন। যাতে রাজ্যে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যায়। মানুষ যাতে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারেন। এক দফায় ভোট করাটা একটা প্রেস্টিজের বিষয়। আমাদের এটা করতে হবে। তার সঙ্গে বাড়িতে বাড়িতে সিকিউরিটি রেখে নেতাদের পিছনে সিকিউরিটি রাখা আমরা বন্ধ করে দেব। জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বালুরঘাটে চা চক্রে যোগ দেন দিলীপ। বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট হবে। সেই সিদ্ধান্তকে বিজেপি স্বাগত জানিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে পাত্তা দিতে রাজি নয়। তৃণমূল সাংসদ সৌগত রায় এই বিষয়ে বলেন, এ তো রাধা ও আসবেনা 7 মণ তেল পুড়বে না। দিলীপ ঘোষ ক্ষমতায় আসছেন না। আর রাজ্যে কত দফায় নির্বাচন হবে সেটা রাজ্য সরকার ঠিক করে না। নির্বাচন কমিশন ঠিক করে। দিলীপ ঘোষ আসলে জানেন না। এবারের বিধানসভা নির্বাচনে একাধিক দফায় ভোটের দাবি জানানো হয়েছিল। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এক দফায় ভোট হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।