Rajib Ghosh– গড়িয়া থেকে বিজেপির রথ যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। 50 টি মোটরসাইকেল নিয়ে মিছিলে নেতৃত্ব দেন তিনি। রথে করে কিছুদূর গিয়ে একটি সভায় ভাষণ দেন। তারপর একটি স্কুটারে চড়ে রথযাত্রার নেতৃত্ব দেন। তার পিছনে ছিল বিজেপির রথ। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, পুলিশ সাধারণ মানুষের কাছে বিজেপির নেতা কর্মীদের পৌঁছাতে বাধা দিচ্ছে। তাতে আমরা দমব না। স্কুটারে করে মানুষের কাছে পৌঁছাব আমরা। স্মৃতি ইরানি স্কুটার চালানোর প্রসঙ্গে তৃনমূলের পক্ষ থেকে বলা হয়, উনি কি জ্বালানির দাম বৃদ্ধি কে সমর্থন করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালানির বৃদ্ধির প্রতিবাদে নবান্ন থেকে ই-স্কুটার চালিয়ে বাড়ি ফেরেন। তারপরের দিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কলকাতার রাস্তায় স্কুটার চালিয়ে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন।