Rajib Ghosh– ভোটের দিনক্ষণ কি নরেন্দ্র মোদি আর অমিত শাহ ঠিক করে দিয়েছেন? প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন বাংলায় আট দফায় করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লজ্জার যে কমিশন একটি রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হচ্ছে। বাংলায় কেন আট দফায় ভোট গ্রহণ করা হবে? বাকি যে চারটি রাজ্যে ভোট হচ্ছে সেখানে এত দফায় কেন ভোট করানো হচ্ছে না? বাংলায় এর আগে কোনোদিন জেলাগুলোকে ভেঙে ভেঙে ভোট করানো হয়নি। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাবো। মমতা আরো বলেন, দক্ষিণ 24 পরগনায় আমাদের শক্তি বেশি। তাই ওখানে তিন দফায় ভোট? কেন একটি জেলার ভোট একাধিক পর্বে হবে? যারা বাংলা দখল করার ছক কষছেন তাদের বলি যত নেতা আছে নিয়ে চলে আসুন কুছ পরোয়া নেহি। ছাত্র রাজনীতি করে উঠে এসেছি। বাংলাকে সবার থেকে ভালো চিনি। আট দফায় ভোট হবে। খেলাও হবে। হারিয়ে ভূত করে দেব। কমিশনকে বলছি ভোটে টাকার উপর নজর রাখুন। একটিমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমি। গোটা কেন্দ্রের সরকার আমাকে হারাতে নেমে পড়েছে। আট দফা ভোট গ্রহণ নিয়ে এদিন প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।