Rajib Ghosh– উনি স্কুটার চালাতে পারেন না সরকারও চালাতে পারেন না। সারা ভারতে পেট্রোপণ্যের দাম বেড়েছে। সেখানকার মানুষের আয় বেড়েছে তাই সমস্যা হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের আয় বাড়েনি তাই সমস্যা হচ্ছে। রাজ্যের মানুষকে গরিব করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্কুটার করে নবান্নে গিয়েছেন। বাড়ি ফেরার সময় নিজেই স্কুটার চালিয়ে তিনি ফেরেন। পেট্রোপণ্যের মূল্য প্রত্যাহারের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদকে দিলীপ ঘোষ নাটক বলে কটাক্ষ করেন। তিনি আরো বলেন, এতদিন তো ছত্রধর মাহাতোর মোটরসাইকেলে চড়তেন। এই বয়সে উনি কেন স্কুটার চালাচ্ছেন। অন্য লোক হ্যান্ডেল ধরে চালাচ্ছে। বাঙালিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গরিব করে রেখেছে বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।