Rajib Ghosh– পেট্রোল-ডিজেলের নিত্যদিনের মূল্য বৃদ্ধি এবং এলপিজি সিলিন্ডারের আকাশছোঁয়া দাম এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানাতে চারচাকা ছেড়ে ইলেকট্রনিক স্কুটারে করে হাজরা মোড় থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মন্ত্রী ফিরহাদ হাকিমের স্কুটিতে চেপে পিছনের আসনে বসে মুখ্যমন্ত্রী নবান্নে যান। তার সঙ্গে কয়েকটি বাইকে নিরাপত্তারক্ষীরা ছিলেন। রাস্তার দুই ধারে মুখ্যমন্ত্রীকে হাত নাড়িয়ে অনেকে শুভেচ্ছা জানান। নবান্নে পৌঁছে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না। দেশে সর্বনাশা সরকার রাজত্ব করছে। যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন কি দাম ছিল জ্বালানির? দেশজুড়ে পথে নামুন। তৃণমূল কংগ্রেস আরও বড় আন্দোলনে নামবে। বেশ কিছুদিন আগে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ট্রাক্টরে চড়ে বিধানসভায় গিয়েছিলেন। শুধু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে নয়। এর আগে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সংসদে অভিনব বিক্ষোভ হয়েছে। এক সাংসদ পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেঁয়াজের মালা পড়ে রাজ্যসভায় এসেছিলেন। এই ধরনের প্রতিবাদে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়। এদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।