Rajib Ghosh– একটা রাজনৈতিক দল সুশৃংখলভাবে আন্দোলন মিছিল করতে পারে। আর সেখানে আক্রমণ করছেন। যারা বারবার উন্নততর বাংলা গড়ার কথা বলছেন। আজকে তাদের রুচি দেখে লজ্জা লাগছে। এই রুচিকে ধিক্কার জানাই। একটা শান্তিপূর্ণ মিছিলে কয়েকজনকে নিয়ে ঝাটা লাঠি পাটকেল নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এটাই আজকে তৃণমূলের সংস্কৃতি। কলকাতায় বিজেপির জনসভা থেকে এই কথা বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার আমহার্স্ট স্ট্রিট সংলগ্ন এলাকায় বিজেপির মিছিল ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিজেপির অভিযোগ মিছিলকে লক্ষ্য করে ঝাটা লাঠি ইটপাটকেল ছোড়া হয়েছে। সেই প্রসঙ্গে সভা থেকে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আরো বলেন, কেন এগুলো করতে হচ্ছে? প্রশ্ন করতে চাই তৃণমূল নেত্রী কে। যেখানেই শুভেন্দু এবং আমি যাচ্ছি সেখানেই হয় কালো পতাকা দেখানো হচ্ছে বিক্ষোভ হচ্ছে। তার মানে এটা প্রমাণ হয়েছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। তৃণমূলের মাটি আলগা হয়ে গেছে তাই মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বলতে হচ্ছে খেলা হবে। এটা কি মুখ্যমন্ত্রী সুলভ কথা? রাজনীতিটা কোনো খেলার ময়দান নয়। রাজনীতি হচ্ছে মানুষের জন্য কাজ করা। আজকে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে যখন খেলা হবে বলছেন তখন এটুকু স্পষ্ট 2021 এ আর তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসতে পারছেনা। রাজ্যে অবাধ নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস একশোর কাছে পৌঁছতে পারবে না। তিন অক্ষর ছুঁতে পারবে না জানালেন রাজীব। এর পরেই তিনি আরো বলেন, আমরাও প্রস্তুত আছি। ওখানকার স্ট্রাইকার ছিলাম আমরা। শুধু জার্সি চেঞ্জ করেছি। আগামী দিনে 200 পার করে দেখিয়ে দেব গোল কিভাবে দিতে হয়। এরপরে রাজ্যের কর্মসংস্থানের প্রসঙ্গ নিয়ে বলেন তিনি। কারো শরীর নিয়ে কটাক্ষ করা একজন মুখ্যমন্ত্রীর মুখে মানায় বলে মনে করি না। বাংলার সংস্কৃতি এগুলোকে সমর্থন করে না বললেন রাজীব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে দুই জন নেতা রয়েছে একজন হোদল কুতকুত আরেকজন কিম্ভুতকিমাকার এইভাবে কটাক্ষ করেন। এই প্রসঙ্গেই রাজীব এই কথা বলেন। এদিন সভা থেকে স্লোগান দেন রাজীব, লক্ষ্য একটাই চলুন পাল্টাই। চুপচাপ পদ্মে ছাপ। বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনার কথা বলেন রাজীব।
মদের বোতল থেকে আড়াই টাকা করে তোলা তুলছে, বিস্ফোরক শুভেন্দু
Rajib Ghosh– যা বলেছিলাম মিলছে তো। কয়লা, গরু, ম্যাডাম নারুলা। এখন সব পাইপলাইন বন্ধ হয়ে গেছে। দুটো জায়গা থেকে আসছে। মুখ্যমন্ত্রী আজ সভায় বলছিলেন দুই টাকা পাঁচ টাকা যারা নেয় তারা কি আর তোলাবাজ? রাজ্যে প্রতিটি মদের বোতল থেকে আড়াই টাকা করে তোলা উঠছে। অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন কলকাতায় আমহার্স্ট স্ট্রিট সংলগ্ন এলাকায় দলীয় জনসভায় তিনি বক্তব্য রাখেন। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে বলেন, মদের বোতল থেকে তোলা উঠছে। সেখানে বাঁকুড়ার এক ডিএম এর প্রসঙ্গ তুলে ধরেন তিনি। পশ্চিমবঙ্গের রাজ্য লটারি বন্ধ হয়ে রয়েছে। সেই জায়গায় তামিলনাড়ুর মারলিন লটারি কে নিয়ে আসা হয়েছে। এখানে প্রথমে সেটিং হচ্ছিল না। এক ব্যক্তিকে ভবানীপুর থানা গ্রেপ্তার করে। তারপর সেই কেস ডিডিকে দিয়ে দেওয়া হয়। ওখান থেকে এখন প্রচুর মাল উঠছে। লটারিতে সেই টাকা তোলাবাজ ভাইপো এবং বিনয় মিশ্র তুলেছে। এই অভিযোগ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার কথায়, এই পরিস্থিতি থেকে পরিবর্তন আনতে গেলে বাংলায় বিজেপিকে আনতে হবে। প্রধানমন্ত্রী রাজ্যের আসল সমস্যার কথা বলেছেন। এদিন জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বলেন শুভেন্দু।