Rajib Ghosh– প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে বেসরকারি সংস্থা থেকে করোনার টিকা কেনার অনুমতি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদিকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভোট কর্মীদের জন্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে টিকাকরণের কাজ জোরকদমে চলছে। কিন্তু ভোটারদের বিধানসভা নির্বাচনে টিকার কবচ ছাড়াই ভোটকেন্দ্রে যেতে হবে। তাই রাজ্য সরকার রাজ্যের সমস্ত মানুষকে ভোটের আগে বিনামূল্যে করোনার টিকা দিতে চায়। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে স্বীকৃত সংস্থাগুলির থেকে টিকা কেনার অনুমতি দিক। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সমস্ত মানুষকে বিনামূল্যে করোনার টিকা দিতে চায় রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার এদিন বেসরকারি হাসপাতাল থেকে টাকা দিয়ে করোনার টিকা কেনার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, বিনামূল্যে সবাইকে সরকার করোনার টিকা দিতে চায় সেটা ভালো কথা। কিছুক্ষণ আগে যাকে কিম্ভূতকিমাকার বলে কটাক্ষ করেছেন তাকে মুখ্যমন্ত্রীকে কেন চিঠি লিখতে হচ্ছে? নির্বাচনের আগে টিকা নিয়ে মমতা রাজনীতি করতে চাইছেন। জনস্বাস্থ্য তার লক্ষ্য নয়। বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া মমতার এই চিঠি কে ভোট রাজনীতি বলে কটাক্ষ করা হয়েছে।