Rajib Ghosh– অভিষেকের সঙ্গে অবিচার করলেন মমতা। টিভিতে দেখেছি পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই যখন গিয়েছিল দিদির পুলিশ তাদের হেনস্তা করেছিল। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণায় বসেছিলেন। ভেবেছিলাম এদিন তিনি সেই রকমই কিছু করবেন। হয়তো হাজরা মোড়ে ধর্ণায় বসে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ করে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কে জেরা করতে সিবিআই আধিকারিকরা তার বাড়িতে যান। তার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাড়িতে যান। কিছুক্ষণ পর সেখান থেকে মমতা বেরিয়ে যান। অধীর চৌধুরী আরো বলেন, ও দিদিভাই দিদিভাই, ঘরে ঢুকলো সিবিআই, ভোটের আগে হিসাব চাই। রাজ্য সরকারের উদ্দেশ্যে অধীর এর বক্তব্য, 10 বছর পুলিশ দিয়ে কারা দল চালিয়েছে আর বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচার করেছে? বাংলায় শাসক দলের কিছু নেতা পুলিশ ও প্রশাসনের যোগসাজশে কয়লা বালি পাচারে জড়িত সেটা সকলেই জানেন। এদিন অভিষেকের বাড়িতে সিবিআইয়ের যাওয়ার প্রসঙ্গে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।