Rajib Ghosh– মাদক মামলায় মঙ্গলবার বিকেল 4 টের সময় কলকাতা পুলিশ বিজেপি নেতা রাকেশ সিং কে তলব করেছিল। তিনি যেতে পারবেন না বলে জানিয়ে চিঠি দেন। তারপরেই কলকাতা পুলিশের আধিকারিকরা আলিপুর চিড়িয়াখানা এলাকায় রাকেশ সিংয়ের বাড়িতে পৌঁছে যান। কিন্তু রাকেশ সিংয়ের আত্মীয়রা পুলিশ আধিকারিকদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। বাড়িতে ঢুকতে বাধা দেন রাকেশ সিংয়ের আত্মীয়রা। রাকেশ সিংয়ের করা মামলায় কলকাতা পুলিশের তলবি নোটিশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাকেশের আবেদন খারিজ করে দেন। তারপরে বিকেল 5 টা নাগাদ রাকেশ সিংয়ের আত্মীয়রা পুলিশ আধিকারিকদের বাড়িতে ঢোকার অনুমতি দেন। তবে তারা তল্লাশি অভিযান এর ভিডিওগ্রাফি করবেন বলে জানান। বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পরেই দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র নাম নিয়ে রাকেশের বিরুদ্ধে সরব হন তিনি। রাকেশ সিং তাকে মাদক মামলায় ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেন পামেলা গোস্বামী। এই বিষয়ে রাকেশ সিংয়ের অভিযোগ নিউ আলিপুর থানার পুলিশের একাংশ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর, রাকেশ সিং কে পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময়ে টানাপোড়েনের পর পুলিশ রাকেশ সিংয়ের বাড়িতে ঢুকেছে।