Rajib Ghosh– রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে 16 হাজার 500 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে গেল। 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 2014 সালের টেট পরীক্ষায় অস্বচ্ছ মেধা তালিকা প্রকাশের অভিযোগ তুলে বেশ কয়েক জন পরীক্ষার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের দায়ের করা মামলার জেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিঙ্গেল বেঞ্চ নিয়োগে স্থগিতাদেশ দিলেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 4 সপ্তাহ পরে ফের শুনানি হবে। মামলাকারীদের বক্তব্য, বহু প্রার্থীর কাছে নিয়োগপত্র গিয়েছে যাদের নাম মেধাতালিকাতে ছিল না। এর বাইরে একাধিক অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। আদালত স্থগিতাদেশ দেওয়ার পরে যাদের কাছে নিয়োগপত্র পৌঁছেছে সেগুলি এখন কার্যকর হবে না বলেই জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের এদিনের এই রায়কে রাজ্যের বিরোধী দলগুলি স্বাগত জানিয়েছে। প্রাথমিকে চাকরি দেওয়ার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তৃণমূল নেতারা আদায় করেছেন এবং সেই টাকা ভাইপোর কাছে পৌঁছেছে বলে দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আদালতের এই নির্দেশে বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রইল না।