Rajib Ghosh– বাংলায় অনেকেই বিনিয়োগ করার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু সরকার এখানে যে পরিবেশ করেছে সিন্ডিকেটের হাতে বাংলাকে তুলে দিয়েছে তাতে অনেকেই বিমুখ হয়ে গেছেন। বিদেশে প্রবাসী বাঙ্গালীদের সঙ্গে যখন দেখা হয় তাঁরা মাতৃভূমির জন্য কাজ করতে ইচ্ছুক। কিন্তু কীভাবে করবেন? সিন্ডিকেটের অনুমতি ছাড়া ঘর ভাড়া পাওয়া যায় না। সিন্ডিকেট যতদিন থাকবে বাংলার উন্নতি সম্ভব নয়। যতদিন গুন্ডাদের প্রশাসন আশ্রয় দেবে ততদিন বাংলার উন্নতি সম্ভব নয়। আর নয় অন্যায়। আমরা আসল পরিবর্তন চাই। হুগলির সাহাগঞ্জে বিজেপির জনসভা থেকে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নিয়ে বক্তব্যে কি বলেন তার দিকেই তাকিয়ে ছিল রাজ্যবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেন, একসময় বাড়ির পুরুষরা কলকাতায় কাজের খোঁজে যেতেন। সেখান থেকে বাড়ি ফিরে আসার সময় উপহার আনতেন। এখন বাংলার মানুষকে কাজের খোঁজের জন্য অন্য রাজ্যে যেতে হয়। এই পরিস্থিতি থেকে বিজেপি বাংলাকে বের করে আনবে। এরপর এই রাজ্যের পাটশিল্প প্রসঙ্গে তিনি বলেন, বাংলার পাটশিল্প সারা দেশের চাহিদা একসময় মেটাত। এই শিল্পের সঙ্গে অনেক মানুষ যুক্ত ছিলেন। বিজেপি সরকার পাট শিল্পকে বাঁচানোর জন্য উদ্যোগী হয়েছে। হুগলির আলুচাষিদের অবস্থা কি সেটাও জানা রয়েছে। বাংলা স্বাধীনতার আগে দেশের অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে ছিল। মা মাটি মানুষের সরকার বাংলার উন্নতিতে বাধা হয়েছে। রাজ্যের তৃণমূলের নেতাদের প্রতিপত্তি বাড়ছে আর সাধারণ মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন। রাজ্যের দরিদ্র পরিবার আয়ুষ্মান ভারত এর আওতায় 5 লক্ষ টাকার সুবিধা থেকে বঞ্চিত। বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করা বিজেপির একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ,জে পি নাড্ডার মত শীর্ষ নেতৃত্ব আসছেন। এদিন সভায় তৃণমূল সরকারের উদ্দেশ্যে মোদি বলেন, কেন্দ্র প্রত্যেকের ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য 1700 কোটি টাকার বেশি টাকা দিয়েছে রাজ্য সরকারকে। তার মধ্যে 1100 কোটি টাকা নিজেদের পকেটে পুরেছে। মাত্র 9 কোটি টাকা খরচ করেছে। রাজ্যের মানুষ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না। মোদি বলেন, রাজ্যের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি। 21 শে বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলার মানুষ নিজের সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে বাঁচবে। সোনার বাংলা তৈরি করা হবে। যার মধ্যে সংস্কৃতি ও ইতিহাস মজবুত হবে। বাংলায় হাজার হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে। আপনাদের মেট্রো উপহার দিচ্ছি। বাংলার মানুষ মনস্থির করে ফেলেছেন পরিবর্তন আনতে হবে। এদিনের জনসভা থেকে তৃণমূল সরকার কে আক্রমণ করে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।