Rajib Ghosh– ফাঁসির মঞ্চে যাওয়ার কবে একটা কথা ছিল না? ফাঁসি চাই না। আমরা চাই মানুষ দেখুক। অন্যায়ের পাপের শাস্তি হবে। এর বিকল্প নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই কথা বলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই নোটিশ দিয়েছে। এদিন দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সিবিআইয়ের আধিকারিকরা গিয়ে এই নোটিশ দেন। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, আইনের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে। যদি ওরা ভেবে থাকে এইভাবে ভয় দেখাবে তাহলে ভুল করছে। এই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ আনা হয়েছে। শুভেন্দু অধিকারী এর আগে একাধিক সভায় অভিষেকের সঙ্গে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ওরফে রুজিরা নারুলাকে আক্রমণ করেছেন। শুভেন্দুর কথায়, লালা অনুপ মাজিদের টাকা কারা নিত? সেই টাকা তোলাবাজ ভাইপোর বাড়িতে গেছে। তিনি থাইল্যান্ডের একটি ব্যাঙ্কের আর্থিক লেনদেনের কথা বলেন। সেখানে শুভেন্দু ম্যাডাম নারুলা কে সেটা ক্রমশই প্রকাশ্যে আসবে বলেছেন। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর উদ্দেশ্যে বলেছেন, ফাঁসির মঞ্চ তৈরি করবে যদি কেউ প্রমাণ করতে পারে তোলাবাজির সঙ্গে যুক্ত নিজে গিয়ে মৃত্যুবরণ করব। চ্যালেঞ্জ করে গেলাম। ইডি,সিবিআইকে ভয় পাই না। এই প্রসঙ্গ তুলে এদিন শুভেন্দু অধিকারী অভিষেককে আক্রমণ করেন। তিনি বলেন, তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছে তাদের উদ্দেশ্য করে ওয়াশিং মেশিনের কথা বলেছেন। ফাঁসির মঞ্চে যাওয়ার কথা ছিল না? আমরা অপেক্ষা করে আছি তবে ফাঁসি আমরা চাইনা। মানুষ দেখুক। এই অন্যায় যা করেছে পাপের শাস্তি হবেই। এদিন অভিষেকের বাড়িতে সিবিআই নোটিশ দেওয়ার পর আক্রমণ করে এই কথা বললেন শুভেন্দু অধিকারী।