Rajib Ghosh– আইনের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে। এসব করে কেউ তাকে ভয় দেখাতে পারবেন না। টুইট করে এই কথা জানান তৃণমূল সাংসদ এবং যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার স্ত্রী রুজিরা নারুলা কে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই নোটিশ দিয়েছে। এদিন দুপুরে সিবিআইয়ের 5 জনের প্রতিনিধিদল অভিষেকের কালীঘাটের বাড়িতে যায়। এই সময় বাড়িতে অভিষেক এবং তার স্ত্রী ছিলেন না। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায় কে কোথাও হাজিরা দিতে হবে না। তার সুবিধা মত জায়গায় জেরা করবেন সিবিআইয়ের মহিলা আধিকারিকরা। সিআরপিসির 160 ধারায় সাক্ষী হিসেবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের প্রতিলিপি প্রকাশ করে টুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, আমার স্ত্রীর নামে বেলা দুটোয় সিবিআই একটি নোটিশ দিয়েছে। দেশের আইনে সম্পূর্ণ ভরসা রয়েছে। কিন্তু ওরা যদি ভেবে থাকে এইসব করে ভয় দেখাবে তাহলে ভুল করছে। পিছু হটার বান্দা আমরা নই।