Rajib Ghosh– কাটমানির বিনিময়ে নেতা-নেত্রীর আত্মীয়-স্বজন ঘনিষ্ঠরা চাকরি পেয়েছেন। রাতের অন্ধকারে নিয়োগপত্র দেওয়া হয়েছে। দলীয় সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় 2 কোটি বেকার তৈরি হয়েছে। রাজ্য সরকার 5 লক্ষ চাকরির শূন্য পদ বন্ধ করে দিয়েছে। বাম আমলের শূন্যপদ বাড়ানো হয়নি বরং 5 লক্ষ স্থায়ী চাকরি শূন্যপদ অবলুপ্ত করে দিয়েছে TMC সরকার। তার পরিবর্তে কয়েক হাজার চুক্তিভিত্তিক চাকরি মিলেছে। তাতে প্রভিডেন্ট ফান্ড নেই। হেলথ স্কিম নেই। এদের বর্তমান ভবিষ্যৎ কিছুই নেই। বাংলার মানুষ কি এটাই চেয়েছিল? এদিন রাজ্যের কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। সম্প্রতি সরকার টেটের নিয়োগ পত্র দিয়েছে। রাতের অন্ধকারে সেই নিয়োগপত্র কাটমানির বিনিময়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ Suvendu-র। এর আগে একাধিকবার বিভিন্ন জনসভা থেকে ডবল ইঞ্জিন সরকার ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। এদিন ফের একবার সেই কথা তুলে ধরেন। এদিনের দলীয় সভায় সিঙ্গুরের প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, সিঙ্গুরে চাষের কাজ কৃষকরা করতে পারল না। আর কারখানাও তৈরি হলো না। যুবশ্রী প্রকল্পে রাজ্য সরকার এমপ্লয়মেন্ট ব্যাংক চালু করেছিল। সেখানে 1 লক্ষ 30 হাজার ছেলেমেয়ে নাম নথিভুক্ত করলেও একজনও চাকরি পায়নি। পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসেনি। তাই 2021 এ রাজ্যের মানুষ তৃণমূলকে সাফ করে বিজেপিকে ক্ষমতায় আনার শপথ নিয়েছে। এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে শুভেন্দু বলেন, আমরা ছিলাম সবাই ল্যাম্পপোস্ট। উনি বলতেন আমরা শুধু বলতাম ইয়েস ম্যাম ইয়েস ম্যাম। হ্যাঁ দিদি হ্যাঁ দিদি। কেউ কিছু বলতো না। আমি বলার পর রাজীব বন্দ্যোপাধ্যায় দীনেশ ত্রিবেদী মুখ খুলেছেন। রাজ্যে BJP ক্ষমতায় এলে প্রত্যেক কৃষক 18 হাজার টাকা করে পাবেন। TMC রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে বলে অভিযোগ তার। পাড়ায় পাড়ায় মদের দোকান চায়ের দোকানে 20 টাকার পাউচ দিয়েছে তৃণমূল সরকার। শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শুভেন্দু বলেন, গত 2 দিন আগে রাতের অন্ধকারে মোবাইলে মেসেজ করে 16 হাজার 700 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। কাটমানির বিনিময়ে নেতাদের আত্মীয়-স্বজন ঘনিষ্ঠদের এই চাকরি দেওয়া হয়েছে। এদিন কোলাঘাটের সভা থেকে টেটে নিয়োগ প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেছেন BJP নেতা শুভেন্দু অধিকারী।