Rajib Ghosh– লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলাফল হওয়ার পরে নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোর কে নিয়োগ করে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক কাজ শুরু করে। বিভিন্ন ধরনের নতুন নতুন স্লোগান এবং কর্মসূচি ঘোষণা করে তৃণমূল। দিদিকে বলো, বাংলার গর্ব মমতা, তারপরে সম্প্রতি নতুন অ্যাপ নিয়ে এসেছে তৃণমূল। দিদির দূত। এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হয়েছে। তৃণমূলের দাবি সেখানে ভালো সাড়া পাওয়া গিয়েছে। এবার বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসার জন্য তৃণমূলের নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায়। এদিন তৃণমূল ভবনে নতুন স্লোগান প্রকাশ করা হলো। সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় সহ দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে তারা বিগত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার রাজ্যে যে উন্নয়ন করেছে তার খতিয়ান তুলে ধরেন। তৃণমূল ভবনের দেওয়ালে রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি, গান্ধীজিদের ছবির কোলাজ দেখা গিয়েছে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে বহিরাগত তত্ত্ব তুলে ধরছে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমিপুত্র। তবে তারা মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে মুখ করছেন না। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস ভ্যালুকেই তৃণমূল তুলে ধরতে চাইছে। এবারের বিধানসভা নির্বাচনে তাই বাঙালি সেন্টিমেন্টকে নিয়েই তৃণমূল এগোতে চাইছে বলে মনে করা হচ্ছে।