Rajib Ghosh– বিজেপির একমাত্র লক্ষ্য বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করা। ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্ব বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছেন। রাজ্যবাসীর সঙ্গে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে নিত্যনতুন রণকৌশল নিচ্ছে তারা। লোকসভা নির্বাচনে রাজ্যে 18 আসনে জয়লাভ করেছিল বিজেপি। তারপর থেকে রাজ্যের প্রত্যেকটি জেলায় বিজেপির সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়েছে। তাই এবার বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করাই একমাত্র লক্ষ্য গেরুয়া শিবিরের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাজ্য নেতৃত্ব কে সেই কারণে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। জানা গিয়েছে 22 জন সাংগঠনিক নেতাকে রাজ্যের গুরুত্বপূর্ণ 110 বিধানসভা কেন্দ্রের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ এই 110 টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করা অত্যন্ত কঠিন বলে বিজেপির অনুমান। এই 110 টি আসন কলকাতা এবং তার সংলগ্ন এলাকা গুলির মধ্যে রয়েছে। সূত্রের খবর যে 22 জন নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে আছেন বিনোদ তাওদে, নিশিকান্ত দুবে, রাজ্যবর্ধন সিং রাঠোর, ধর্মেন্দ্র প্রধান, মদন লাল শর্মা, বিনোদ শংকর সহ আরো বেশ কয়েকজন নেতা। এই 110 টি আসনের জন্য বিজেপি নয়া পরিকল্পনা নিয়েছে। তার কারণ এই কেন্দ্রগুলিতে বিজেপি জয়লাভ করতে না পারলে ক্ষমতায় না আসার সম্ভাবনাই বেশি। তাই এই 110 টি আসন কে যথেষ্ট গুরুত্ব দিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। যদিও এই বিষয়ে দলের পক্ষ থেকে সরাসরি কিছু জানানো হয়নি। তবে এই আসনগুলিতে জয় লাভের জন্য নতুন কর্মসূচি নিচ্ছে বিজেপি।