Rajib Ghosh– রাজ্যের বাজেটে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়নি। তাহলে কোথা থেকে এই ডিম ভাত প্রকল্পের জন্য টাকা আসবে? প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় 5 টাকায় পেট পুরে খাবার দেওয়ার জন্য মা ক্যান্টিন চালু করেন। সেই প্রসঙ্গে Campaign Calling Media-কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানালেন বিজেপির রাজ্য কমিটির সহ-সভাপতি ভারতী ঘোষ। তিনি বলেন, এই নাটক বেশিদিন চলবে না। দুই মাস পরে ডিম ভাতের এই কিচেন বন্ধ হয়ে যাবে। এটাকে ইলেকশন গিমিক বলেন তিনি। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ভারতীর বক্তব্য, বাজেট বন্ধ হয়ে গেল। এত মূল্যহীন কথা। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে যদি কেউ বাজেট করে তাহলে কি পরিস্থিতি হতে পারে। বাজেটে মহিলা সুরক্ষা নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের জন্য কোনো বরাদ্দ করা হয়নি অথচ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনে প্রথম।সীমান্ত সমস্যা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ভারতী ঘোষ বলেন, কেন্দ্রীয় বাহিনী বিএসএফ রাজ্যের মধ্যে থেকেই সীমান্ত পাহারা দেবে। সেখানে রাজ্যের একটি দায়িত্ব থেকেই যায়। যে সরকার জমি না দিলে সীমান্তে ফেন্সিং কি করে করা হবে। এর পরেই তিনি ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন করানোর প্রসঙ্গে এটাই রাজ্যে চ্যালেঞ্জিং টাস্ক বলে জানান ভারতী। তিনি বলেন, যে ধরনের রাজনৈতিক হিংসা হয় অন্য কোনো রাজ্য হয়না। এর আগে কেন্দ্রীয় বাহিনীকে জেলার এসপি ডিএম এর উপর নির্ভর করতে হতো। এবার সেই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। স্বাধীনভাবে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করাতে হবে। আগে থেকে রুটমার্চ করে মানুষের মধ্যে ভরসা তৈরি করতে হবে। মানুষ ভোটটা ঠিকমতো দিতে পারে। বাম কর্মী মহিদুল ইসলাম বিদ্যার মৃত্যুর ঘটনায় পুলিশ কমিশনারকে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিচ্ছেন না? প্রশ্ন তোলেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই ধরনের পদক্ষেপ যদি নিতে পারেন তিনি নিতে পারবেন না কেন? এরপরে গণতান্ত্রিক আন্দোলনের পুলিশ তার কতখানি পদক্ষেপ করতে পারে সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানান বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তাঁর কথায়, গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে না? মানুষ কি মিটিং মিছিল করবে না? খেলা হবে স্লোগান প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ভারতী ঘোষ বলেন, যারা এই ধরনের ভয়ঙ্কর খেলা খেলতে চাইছে তাদের পরিণতি এই ধরনের হবে। মানুষ এই বিষয় নিয়ে ভাবে না। স্বামীজীর বাংলা রবীন্দ্রনাথের বাংলা। বাঙালির আবেগ যদি নির্বাচনে না থাকে তাহলে নির্বাচনের মূল্য বুঝতে পারবেনা। পার্শ্বশিক্ষক রা নদীতে ঝাঁপ দিয়েছেন মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য। কারণ তিনি দেখতে চাইছেন না জানতে চাইছেন না। এরপরে সাম্প্রতিক সময়ে রাজ্যের মন্ত্রী নির্মল মাজির পুত্রবধূর 13 জায়গায় চিকিৎসক হিসেবে চাকরি পাওয়ার প্রসঙ্গে ভারতী ঘোষ বলেন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এ ডক্টর নির্মল মাজির ছেলে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি তে চাকরি পেয়েছেন এবং উনার পুত্রবধূ তেরোটি জায়গায় একই সঙ্গে নিয়োগ পেয়েছেন। চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত প্রত্যেকেই আশ্চর্য হয়েছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল আর কত নিচে নামবে? যেখানে এমডি এমএস ডক্টরেট নিয়ে যারা বসে আছে তারা পেলেন না। রাজ্যের প্রত্যেকটি দপ্তরে স্বজনপোষণ বলছে। যদি সমুদ্র দেখতে চান দীঘা যান, পাহাড় দেখতে চান দার্জিলিঙে যান, আর যদি উন্নয়ন দেখতে যান তৃণমূল নেতাদের বাড়িতে যান। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে Campaign Calling Media-কে দেওয়া সাক্ষাৎকারে জানালেন বিজেপির সহ-সভানেত্রী ভারতী ঘোষ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.