Rajib Ghosh– বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে সুষ্ঠুভাবে নির্বাচন করানোর কথা বলছে বিজেপি। তাদের দাবি, রাজ্যে এবার পরিবর্তন হবে। ক্ষমতায় আসবে বিজেপি। এদিন কাকদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন BJP নেতা শুভেন্দু অধিকারী। এক সংবাদমাধ্যমে তিনি বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। মানুষ এই দমবন্ধ করা অবস্থা থেকে মুক্তি চাইছে। অমিতজিকে বলেছি ভোটটা করান, ভোট টা করিয়ে দিন। দক্ষিণ 24 পরগনার সব আসনে বিজেপি জিতবে। রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী। তার নিজের মন্ত্রীকে নিরাপত্তা দিতে পারছেন না। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের ওপর দুষ্কৃতীরা বোমা নিয়ে হামলা করে। কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই প্রসঙ্গে রাজ্যের মুখ‍্যমন্ত্রী Mamata Bandyopadhyay রেলের দায়িত্বের প্রসঙ্গে মন্তব্য করেন। সেই বিষয়ে Suvendu বলেন, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। রেল স্টেশনে বোমা টা নিয়ে গেল কার উপর দিয়ে?রাজ‍্য সরকারের উপর দিয়ে। রাজ্য সরকারের তরফে গাফিলতির প্রসঙ্গ তুলে দায়িত্ব এড়ানো যায় না বলে মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি আরো বলেন, উনি অপদার্থ মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। বাংলার মানুষ পরিবর্তন চায়। শুভেন্দুর কথায়, জাকির হোসেনের ওপর হামলা রাজ্য সরকারের ব্যর্থতা। পৈলানে CM মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে অমিত শাহ এর উদ্দেশ্যে আক্রমণ করেন। সেই প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, 2018 সালে পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি। 19-এর লোকসভা ভোটেও লুঠ করেছে। এবার ফলেই প্রমাণ পাবেন। দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূলের সংগঠন শক্তিশালী। সেই জেলায় সব কটি বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতবে বলে জানান শুভেন্দু অধিকারী।