Rajib Ghosh– রাজ্যজুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে বিজেপির এই কর্মসূচি। দলের শীর্ষ নেতৃত্ব এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে পরিবর্তন যাত্রার রথে করে লোকসভার সাংসদ এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বিভিন্ন এলাকায় যান। নবান্ন অভিযানে পুলিশের মারে বাম যুব নেতার মৃত্যুর ঘটনা সম্পর্কে লকেট চট্টোপাধ্যায় বলেন, নবান্নের 14 তলায় ফিস ফ্রাই এর আসরে বিজেপি বাদে সব দল থাকে। তার কথায়, যেকোনো মৃত্যুই দুঃখের। তৃণমূল, সিপিএম, কংগ্রেস এক হয়ে গেছে। এরা মাঠে শুধু কর্মীদের নামিয়ে দেয়। নবান্নের 14 তলায় ফিস।ফ্রাইয়ের আসরে সবাই একসঙ্গে বসে। আগামী দিনে দেখা যাবে এরা সবাই একদিকে আর একদিকে বিজেপি লড়ছে। এইভাবে আন্দোলন করে মানুষকে মৃত্যুর মুখে পথে এগিয়ে দেওয়া ঠিক নয়। মানুষ তার জবাব দেবে। রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফরে এসে সভা থেকে বলেছিলেন তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে রয়েছে। তারা একসঙ্গে রাজনৈতিক পরিকল্পনা তৈরি করছে। আবার অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম কংগ্রেসের জোট এর বিরুদ্ধে অভিযোগ করেছেন। বামপন্থী কর্মীর মৃত্যুর ঘটনায় সিপিআইএমের নেতারা সুবিচার দাবি করেছেন। তবে এদিন লকেট চট্টোপাধ্যায় তাঁর বক্তব্যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস একই সঙ্গে রয়েছে বলে জানান।